কিভাবে প্রেরণা প্রাঙ্গনে সাইনআপ ও কাগজের চিঠি! সাবস্ক্রিপশন ক্রয় করবেন।

Created by MD. FEROJ IFTEKAR in Tutorial 11 Sep 2024
Share

সাইনআপ/রেজিস্টার করার পদ্ধতি

(১) উপরের টপবার হতে রেজিস্টার এ ক্লিক করুন (চিত্র-১)

চিত্র-১

(২) সাইনআপ ফর্মে আপনার ইমেইল, আপনার নাম, পাসওয়ার্ড ও রিটাইপ পাসওয়ার্ড টাইপ করে I agree with terms & rules টিক চিহ্নে ক্লিক করুন।

(৩) সাইনআপ বাটনে ক্লিক করুন।

(৪) আপনার মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে তা ভেরিফাই ঘরে টাইপ করুন।


চিত্র: ২: সাইনআপ ফর্ম

(৪) ভেরিফাই এ ক্লিক করুন।

** ভেরিফাই করার সাথে সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এর্ং অটোমেটিকভাবে লগইন হয়ে আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।

(৫) ড্যাশবোর্ড এর বাম পাশ হতে সেটিংস এ ক্লিক করুন। (চিত্র: ৩)

চিত্র: ৩: সেটিংস

(৬) এক্সট্রা ইনফরমেশন বাটনে ক্লিক করে অন্যান্য তথ্য পূরন করুন। চিত্র: ৪ : এক্সট্রা ইনফরমেশন

চিত্র: ৪ : এক্সট্রা ইনফরমেশন

কাগজের চিঠি সাবস্ক্রিপশন ক্রয় করার পদ্ধতি

(১) ড্যাশবোর্ড হতে ফাইন্যান্সিয়াল এর আন্ডারে সাবস্ক্রাইব এ ক্লিক করুন। চিত্র: ১


চিত্র: ১ সাবস্ক্রইব

(২) আপনার পছন্দ অনুযায়ী প্ল্যান এ পার্সেস এ ক্লিক করুন। চিত্র: ২ প্ল্যান


চিত্র: ২ প্ল্যান

(৩) পেমেন্ট মেথড এসএসএল কমার্স সিলেক্ট করুন। স্টার্ট পেমেন্ট এ ক্লিক করুন। চিত্র: ৩ পেমেন্ট মেথড

চিত্র: ৩ পেমেন্ট মেথড

(৪) আপনার পছন্দ অনুযায়ী গেটওয়ে এর মাধ্যমে টাকা পরিশোধ করুন। চিত্র: ৪ পেমেন্ট গেটওয়ে


চিত্র: ৪ পেমেন্ট গেটওয়ে

(৫) লেনদেন সফল হলে congratulation message আসবে  ‍। চিত্র: ৫ ট্রানজেকশন

চিত্র: ৫ ট্রানজেকশন

(৬)  ড্যাশবোর্ড হতে ফাইন্যান্সিয়াল এর আন্ডারে সাবস্ক্রাইব এ ক্লিক করুন আপনার সিলেকটেড প্যাকেজ দেখতে পারবেন  ‍। চিত্র: ৬ সিলেকটেড প্যাকেজ


চিত্র: ৬ সিলেকটেড প্যাকেজ



Comments (0)

Share

Share this post with others